খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভা

| বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভা গত ১১ নভেম্বর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন সহসভাপতি আশিষ সেন, অ্যাডভোকেট শফিউল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, তপন মজুমদার, বন বিহারী চক্রবর্তী, সাবেকুন্নাহার ঝর্না, মনোয়ার জাহান মনি, মিজানুর রহমান ইউনুছ, অলক চৌধুরী, ইন্দিরা চৌধুরী, রুবেল দাশ প্রিন্স, মাঈনুল ইসলাম খসরু, পুলক চক্রবর্তী, সুজিত পাল, জাহিদুল ইসলাম চৌধুরী, অর্পনা সেন, রুমা বিশ্বাস প্রমুখ। সভায় মহানগর পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী বছরের ৬ জানুয়ারি করার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমূল্যস্ফীতি ও সম্ভাব্য খাদ্যসংকট
পরবর্তী নিবন্ধশ্রেষ্ঠ প্রতিবেদনের পুরস্কার পেল আজাদীর খাগড়াছড়ি প্রতিনিধি