খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

| বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৯:২৭ অপরাহ্ণ

আনোয়ারায় পুকুরে ডুবে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. ফোরকান (৮) বলে জানা গেছে। ফোরকান উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ার বদিউল আলমের ছেলে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাংলানিউজ

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টায় খেলতে গিয়ে ফোরকান পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাইমুনা তাসনিম বলেন, “আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শিশুটিকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে বেড়েছে ডেঙ্গু রোগী