খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরে ডুবে নিঝুম আক্তার (২) নামে এক শিশু মারা গেছে। গতকাল রোববার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নিঝুম স্থানীয় মো. রুবেলের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিঝুম সকলের অজান্তে ঘর থেকে বের হয়ে পুকুর ঘাটে খেলতে চলে আসে। সেসময় সে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরিবাররে সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর নিঝুমকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তখন সবাই মিলে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিঝুমকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ডা. সুচিত্রা চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের সহযোগিতায় ডিটিসিএলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধহোটেল-রেস্টুরেন্ট নিয়ন্ত্রণে আলাদা আইন চান মালিকরা