চার বছরের শিশুকন্যা সামিরা, আর সাড়ে তিন বছর বয়সী রায়হা। গতকাল সকালে ঘর থেকে বের হয়েছিল হাত ধরাধরি করে। উঠানে খেলছিল তারা। খেলতে খেলতে একসময় দুজন চলে যায় পুকুর ঘাটে। সমবয়সী দুই চাচাতো জেঠাতো বোন পুকুরঘাটে নামে। রায়হা পা পিছলে পড়ে যায় পুকুরে। এ সময় তাকে আটকাতে গিয়ে সামিরাও পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার করে।
চিৎকার শুনে বাড়ির দুই কিশোর–কিশোরী ছুটে গিয়ে দেখে, ওরা পানিতে ডুবে যাচ্ছে। এ সময় তারাও চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে পানিতে ঝাঁপিয়ে পড়ে। দুই শিশুকে উদ্ধার করে দ্রুত নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। পরীক্ষা শেষে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর গশ্চি নুর মোহাম্মদ সওদাগরের বাড়িতে। মারা যাওয়া দুই শিশু সামিরা ও রায়হা প্রবাসী সহোদর মোহাম্মদ সালাউদ্দিন ও মাওলানা জামাল উদ্দিনের কন্যা। মর্মান্তিক এই ঘটনা মেনে নিতে পারছে না পরিবার।