সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে আদনানুল ইসলাম আবিদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া রশিদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনানুল ওই এলাকার মোহাম্মদ আরমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ চলছিল। কয়েকমাস আগে জানালা দেওয়ার জন্য দেয়াল নির্মাণ করা হয়। ঘটনারদিন শিশুটি ভবনের দ্বিতীয় তলায় খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত জানালা দিয়ে নিচে পড়ে যায়। একইসাথে দেয়ালের ইটগুলোও তার শরীরের ওপর পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, ছাদ থেকে পড়ে ও ইটের আঘাতে আহত এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে ফোর্স পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












