খেলছিল শিশুটি, ওয়ার্কশপের গ্রিল পড়ে মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৯:০৬ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় ওয়ার্কশপের একটি গ্রিল পড়ে হাফসা আকতার নুহা () নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুসলিমাবাদ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা আকতার নুহা সুনামগঞ্জ জেলার সদর উপজেলার অচিন্তপুর গ্রামের মো. শিশু মিয়া ও তাহমিনা বেগম দম্পতির সন্তান। পরিবারটি বর্তমানে মুসলিমাবাদ রোডে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুপুরে হাফসা আকতার নুহাসহ কয়েকজন শিশু মিলে খেলার সময় তাদের বাসার পাশে একটি বন্ধ ওয়ার্কশপের বড় লোহার গ্রিল নুহার ওপর পড়ে।

স্থানীয়রা জানায়, মুসলিমাবাদ এলাকার বন্ধ ওয়ার্কশপের বাহিরে অসাবধানবশত একটি বড় লোহার গ্রিল নুহার ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, ওয়ার্কশপটিতে নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল ছিল। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া সিসিইউতে আজ দেশব্যাপী দোয়ার আয়োজন
পরবর্তী নিবন্ধচারবার প্রধানমন্ত্রী থেকেও সরকারি সম্পত্তির লোভ সামলাতে পারেননি : আদালত