ইউক্রেনের দক্ষিণাঞ্চলে গত মাসেই রাশিয়ার দখলমুক্ত হওয়া খেরসন নগরীতে তুমুল মর্টার ও গোলা হামলা শুরু করেছে রুশ বাহিনী। হামলা থেকে বাঁচতে নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খেরসনের বেসামরিক বিভিন্ন নিশানায় একাধিক রকেট লাঞ্চার থেকে ৩৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ সকালের খবরে এ কথা বলেছে। খবর বিডিনিউজের। তবে রাশিয়া বেসামরিক নিশানায় আঘাত হানার কথা অস্বীকার করেছে। রুশ বাহিনীর তুমুল গোলাবর্ষণের মুখে বড়দিনের সময় থেকে ৪শ’রও বেশি মানুষ খেরসন ছেড়ে গেছে।
গত মঙ্গলবার একটি মাতৃসদন হাসপাতালে গোলা হামলায় কেউ আহত না হলেও মানুষের আতঙ্ক বেড়ে গেছে। শত শত মানুষ নিজেরা নিজেরাই পালিয়ে যাচ্ছে। খেরসন থেকে বেরিয়ে যাওয়ার পথের চেকপয়েন্টগুলোতে দেখা যাচ্ছে সারি সারি গাড়ি। এসব গাড়িতে আছেন নগরীর ভীত, সন্ত্রস্ত অধিবাসীরা।