কর্ণফুলীর ডাঙ্গারচরে ৯ নম্বর বিওসি ও সল্টগোলা খেয়া ঘাটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণ জমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কর্ণফুলী নদীতে খেয়াঘাটের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল ১০টায় ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডে এ গণ জমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডাঙ্গারচরের সর্বস্তরের জন সাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ডাঙ্গারচর নিরাপদ নৌ যাত্রী পারাপার কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও বন্দর মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জুলধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মো. জমির, সমাজসেবক মোহাম্মদ হারুন, জুলধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান মিয়াজী, ডাঙ্গারচর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা মেম্বার শিপ্রা রানী দে, ছাত্র প্রতিনিধি সেলিম রেজা, স্কুল শিক্ষক মো. কায়সার, রিফাত, রাফাত, ব্যাংকার আবদুল হালিম, যুবদল নেতা মো. সাদ্দাম, জসিম মিয়াজী, ইমরান হোসাইন, ইঞ্জিনিয়ার হেলাল, গফুর, তাহসান ইসলাম আতিক, মোহাম্মদ আসিফ, আজিম উদ্দিন, নিজাম উদ্দিন, আশরাফুল ইসলাম, আরফান সাগর, শাহিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ থেকে হঠাৎ করে ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে জনপ্রতি ২০ টাকা করা হয়। এর ফলে বিপাকে পড়েন স্বল্প আয়ের মানুষসহ নানান শ্রেণি–পেশার মানুষ। অবিলম্বে অযৌক্তিক বাড়তি ভাড়া প্রত্যাহার করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। অনতিবিলম্বে জনপ্রতি ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে পূর্বের ১৫ টাকা বহাল না করলে সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গণ জমায়েতে সংহতি প্রকাশ করেন সল্টগোলা ঘাটের সাব ইজারাদার আল ফয়সাল। এতে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, কর্মজীবী, পেশাজীবী ও ছাত্র জনতাসহ পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেন।