খেজুরতলায় খাজা মঈনুদ্দিন চিশতীর ওরশ মাহফিল

| বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

পবিত্র মেরাজুন্নবী (দ.) ও ওরছে খাজা মঈনুদ্দিন চিশতী সাঞ্জারী (রহ.) উপলক্ষে মিলাদ মাহফিল গত রোববার পতেঙ্গার স্টিলমিল বাজারের খেজুরতলা বালির মাঠে অনুষ্ঠিত হয়। ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মাজিআ)। প্রধান আলোচক ছিলেন মুফতি বাকি বিল্লাহ আল-আযহারী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম আল-কাদেরী, মুফতি আবদুল আজিজ রজবী। আহলে বাইতে রাসূল (দ.) ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় এতে বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান জামালপুরী, নাছির উদ্দিন আনোয়ারী, সাহাব উদ্দিন আল-কাদেরী প্রমুখ। উপস্থিত ছিলেন মো. শাহজাহান, আবু সৈয়দ, আলফাজ, শামসুল, আরমান, বেলাল, জাবেদ, ইকবাল, শাকিল, ইফতেখার, শাকিল, তন্ময় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪নং চান্দগাঁও ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধলবণ-জলে পিচ্ছিল বাঁশখালী সড়ক