এক শালিকে মন খারাপ
দুই শালিকে খুশি
এক আকাশে এক সুয্যি
ঝলমলানি হাসি।
এক পৃথিবী একটা জাতি
ভালোবাসার আসর
সবুজ স্বপ্নে একটা জীবন
নয়তো তাসের ঘর।
লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ের
সুনাম নেবো কেড়ে
লেখাপড়ায় আলসেমি নয়
এগিয়ে যাবার তরে।
গুরুজনের আদেশ নিষেধ
সবার আগেই মানবো
বাধার পাহাড় ডিঙিয়ে গিয়ে
বাঁচার মতোই বাঁচবো।