তেরো বছর বয়সের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম খুলশী থানাধীন ঝাউতলা থেকে ওমর ফারুক (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গেল শুক্রবার ভিকটিমের বাসার পাশের বাথরুমের পাশে একটি জায়গায় ধর্ষণের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার (২৯ জানুয়ারি) ভিকটিমের মা থানায় অভিযোগ জানালে অভিযুক্ত ওমর ফারুককে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঝাউতলা থেকে আটক করে পুলিশ। আটক ওমর ঝাউতলা এলাকার কমিশনার গলি নবাব আলীর ছেলে।
বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আসামি ওমর ফারুককে।