পার্থ সারথী গীতা শিক্ষা নিকেতনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ সেপ্টেম্বর নগরীর খুলশীস্থ পাহাড়তলী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত চৌধুরীর সভাপতিত্বে ও গীতা শিক্ষিকা কাশপি আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল মজুমদার। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সহ–সভাপতি দিলীপ ধর। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশ’র চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. দেবাশীষ মজুমদার, বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, টিকেট প্রিন্টিং প্রেস কলোনি হাই স্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্তী, ব্যাংকার চন্দন চৌধুরী, জগন্নাথ পূজা উদযাপন পরিষদের সভাপতি পন্ডিত প্রান্ত আচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিউটন মজুমদার ও শিক্ষিকা কাশপি আচার্য্য। গীতা স্কুলের প্রতিবেদন পাঠ করেন শিক্ষার্থী পূর্ণা চৌধুরী। শুরুতে শিক্ষিকা কাশপি আচার্য্যের পরিচালনায় সমবেত গীতাপাঠ করেন গীতা স্কুলের ছাত্র–ছাত্রীরা। সংগীত পরিবেশন করেন ধ্রুব দে, অপু, পূর্ণা চৌধুরী, অর্পিতা দে। নৃত্য পরিবেশন করেন পৃথিবী চক্রবর্তী, প্রকৃতি চক্রবর্তী, বীনা দাশ, নিশিতা মজুমদার। শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় ছেলে–মেয়েদের গড়ে তুলতে হবে। তাহলে ছেলে–মেয়েরা সুশিক্ষিত হয়ে মানুষ হিসেবে গড়ে উঠবে।