খুলশীতে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

আজাদী অনলাইন | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৫ অপরাহ্ণ

নগরীর খুলশী থানা এলাকায় ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে থানার সেগুনবাগান ক্যান্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. রিপনের ছেলে।

নুরুল আলম আশেক বলেন, সন্ধ্যায় খুলশী থানা এলাকা থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তাকে কী কারণে বা কারা ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধটিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা ইউরোপীয় ইউনিয়নের
পরবর্তী নিবন্ধভারতকে ৬ রানে হারিয়ে টাইগারদের স্বস্তির জয়