নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা হতে দেশীয় অস্ত্র (এলজি) ও ২ রাউন্ড কার্তুজহ একজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে খুলশী থানাধীন আমবাগান সাকিনস্থ ইউসেপ আমবাগান টেকনিকেল স্কুলের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে টিম খুলশী।
এই সময় তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী চাকমা সুমনকে তল্লাশি করে একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি চাকমা সুমন দীর্ঘদিন ধরে আমবাগান ভাঙ্গাপুল এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই করে আসছে।
সুমনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। শুধুমাত্র খুলশী থানাতেই রয়েছে ১৪ টি মামলা, যার বেশির ভাগই মাদক চুরি ছিনতাই ও হামলার।
তবে এতগুলো মামলাতেও প্রশাসন দমাতে পারেনি এই চাকমা সুমনকে, যতবারই প্রশাসন আটক করে ততবারই প্রভাবশালী মহল টাকা ও রেফারেন্সের ক্ষমতা প্রয়োগ করে দ্রুত সময়ের মধ্যেই জামিনে নিয়ে আসে এই চাকমা সুমনকে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার চাকমা সুমনের বিরুদ্ধে ২০ টিরও বেশি মামলা আছে।