খুলশী সেন্ট্রাল রোটারি ক্লাব ও এপেক্স ক্লাব পুনর্ভবার কম্বল বিতরণ

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

দিনাজপুর সদর উপজেলা, পাঁচবাড়ির, মহাসট্টি গ্রামে এপেক্স ক্লাব অব পুনর্ভবা ও রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের যৌথ উদ্যোগে সম্প্রতি ১০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসিএস লজিস্টিক লিমিটেড চট্টগ্রামের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্ভবা ক্লাবের প্রেসিডেন্ট এপে. জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন এপে. মো.মাহমুদুল হক শাবু। উপস্থিত ছিলেন এপে: অধ্যক্ষ জহুরুল ইসলাম, এপে: মামুনুর রশিদ মামুন। এতে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার নিরিখে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় এপেক্স ক্লাব অব পুনর্ভবা ও রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের এ আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধ২০২২ সালে হওয়া তিন শতাধিক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ