খুলশী থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও

গৃহকর্মী টেকনাফে আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন একটি বাসা থেকে নগদ এক লক্ষ টাকা ও সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে গত ৯ জানুয়ারি পালিয়ে যায় গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়া। এই ব্যাপারে গত ২১ জানুয়ারি ভুক্তভোগী বাসার মালিক মো. মাহবুবুর রহমান খুলশী থানায় গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গত ২২ জানুয়ারি কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাংয়ের কোয়াংছড়ি পাড়ায় অভিযান পরিচালনা করে পলাতক গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়াকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপকমিশনার (জন সংযোগ) রইছ উদ্দিন ।

সংবাদ সম্মেলন জানা যায়, ৯ জানুয়ারি বিকেলে বাড়ির মালিক না থাকার সুবাদে নগদ এক লক্ষ টাকা ও সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা।

পরে এ ঘটনায় মামলা হলে সিসিটিভির ফুটেজ সনাক্ত করে খুলশী থানা পুলিশ কঙবাজারের টেকনাফ সাবরাংয়ের কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়াকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে চুরি করা ১টি স্বর্ণের ব্রেসলেট, ২টি স্বর্ণের বালা, ১ টি স্বর্ণের গলার হার, ২টি স্বর্ণের কানের দুল, ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের গলার চিক, ২টি স্বর্ণের কানের দুল পুতিসহ, ২টি স্বর্ণের কানের দুল গোলাকার, ৩টি স্বর্ণের রিং উদ্ধার করা হয়। এসবের সর্বমোট ওজন সাড়ে ১২ ভরি। এছাড়া নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

মামলার বাদি ও বাসার মালিক ভুক্তভোগী মো. মাহবুবুর রহমান জানান, দেড় মাস পূর্ব হতে তার বাসায় গৃহপরিচারিকা হিসাবে কাজ করতো সেলিনা আক্তার আফিয়া। সে সুবাদে তিনি ৯ জানুয়ারি বিকাল ৪টার দিকে এই গৃহপরিচারিকাকে বাসায় রেখে স্ত্রী সন্তানসহ ঘুরতে বের হন।এ সুযোগে গৃহকর্মী সেলিনা আলমারির ড্রয়ারের তালা ভেঙে নগদ ১ লাখ টাকাসহ সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সিএমপির উপকমিশনার (জন সংযোগ) রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর ওই নারীকে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বেতার কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে : তথ্য ও সমপ্রচার সচিব
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ৫ মাসে বসল দুই হাজার ২৯৩ স্মার্ট মিটার