চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রী সেজে প্রবাসীর ৫ লাখ ১০ হাজার টাকাসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মো. মাসুম (৪৬) নামে এক মলমপার্টির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
একই সময়ে তার কাছ থেকে ৬ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করা হয়। সিএনজি গাড়িটির রেজিঃ নং ছিলো চট্টমেট্রো থ-১৩-০২৫৫।
রোববার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর খুলশী সাউদার্ন মেডিকেল কলেজের বিপরীতে মনোয়ারা প্রকাশ গণি কটেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামির স্বীকারোক্তিমতে নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলির মনিরুল এগ্রো থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি গাড়ি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।
গ্রেফতার মো. মাসুম ব্রাহ্মণবাড়িয়া সদরের বেলালের ছেলে। বর্তমানে থাকেন খুলশী সাউদার্ন মেডিকেল কলেজের বিপরীতে। ওর বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক মোড় পার হয়ে শিকলবাহা মাজার গেইট এলাকা যেতেই দুবাই প্রবাসীর চোখে মুখে মলম ছিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যান।
পরে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. আলমগীর (৪৮) বাদী হয়ে সিএনজি চালক ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে (৬ জুলাই) রাতে থানায় মামলা করেছিলেন।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘প্রবাসীকে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহার করা সিএনজি ও ৬ হাজার জব্দ করা হয়েছে। বাকিটা আইনি প্রক্রিয়াধীন।’