খুলশী থানার ওসি প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। খুলশী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, ওসি স্যার সাড়ে চার মাস ধরে খুলশী থানায় ছিলেন। কেন প্রত্যাহার করা হয়েছে, তা জানি না। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় খুলশী ঝাউতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানোর সময় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় খুলশী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সিএমপি ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা রোধে অভিযান চালাচ্ছে।

সিএমপির সূত্রে জানা যায়, সিএমপি কমিশনারের এক অফিস আদেশের মাধ্যমে আফতাব হোসেনকে থানার দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত রাখার নির্দেশ দেন। এর আগে সিএমপির উত্তর জোনের ট্রাফিক পুলিশ জাকির হোসেন রোড থেকে কয়েকটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে। এ অভিযানের পর ক্ষুব্ধ চালকেরা ঘটনাস্থলে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে আক্রমণ করে এবং ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, সড়ক অবরোধ করে অভিযান বন্ধের দাবি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ১১ আগস্ট সোমবার সিএমপি কমিশনারের সই করা এক গণবিজ্ঞাপ্তিতে জানানো হয়, মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও গ্রাম সিএনজিচালিত অটোরিকশা চলাচল অনুমোদিত নয়। এসব যানবাহনের কারণে নগরীতে তীব্র যানজট তৈরি হচ্ছে, সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক চালকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এরপরই নির্দেশনা অনুযায়ী নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধশিপ ব্রেকিং শিল্পে সংকট যে কারণে
পরবর্তী নিবন্ধইছামতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি