নগরীর খুলশী ও হালিশহর থানা এলাকা থেকে দুটি শিশুর খোঁজ মিলছে না। এদের মধ্যে খুলশী এলাকার শিশুটি পাঁচ দিন আগে এবং হালিশহর এলাকার শিশুটি চার দিন আগে হারিয়ে গেছে। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, গত ২৭ মার্চ রাত নয়টার দিকে জান্নাত আক্তার নামে নয় বছরের শিশুটি খুলশী থানাধীন সেগুন বাগান উধু মিয়ার কলোনি থেকে হারিয়ে গেছে। এ বিষয়ে তার ফুপাতো বোন বিলকিস বেগম গত ৩০ মার্চ থানায় জিডি করেছেন। এদিকে হালিশহর থানার ওসি জহির হোসেন জানিয়েছেন, তার থানাধীন পূর্ব রামপুর মাদাইম্যা পাড়া এলাকা থেকে জান্নাতুল ফেরদৌস মাইশা নামে আট বছর বয়সী একটি শিশু হারানো গেছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।