খুলশি থানা ছাত্রদলের কর্মীসভা

আজাদী অনলাইন | শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫০ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তৃণমূল থেকে সুসংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগরীর খুলশি থানা এবং ১৩ ও ১৪নং ওয়ার্ড ছাত্রদল নেতাকর্মীদের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য আবু কাওসারের সভাপতিত্বে ও আল মামুন সাদ্দামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলাম শাহীন।

প্রধান অতিথি জিএম সালাহউদ্দিন কাদের আসাদ বলেন, ইউনিট পর্যায় থেকে ছাত্রদলকে শক্তিশালি করার জন্য নগর ছাত্রদল কাজ করে যাচ্ছে। আশা করি এবার ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে স্বৈরাচার পতনের আন্দোলন বেগবান করা হবে।

প্রধান বক্তা ফখরুল ইসলাম শাহীন তার বক্তব্যে বলেন, ছাত্রদলের ইতিহাস সংগ্রামের ইতিহাস। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের চলমান আন্দোলনে সফলতার অগ্রদূত হবে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। সেজন্য সকল ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে।

উক্ত কর্মীসভায় খুলশি থানা ও এর আওতাধীন ১৩ এবং ১৪নং ওয়ার্ড ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলো।

পূর্ববর্তী নিবন্ধচসিকের অভিযান ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু