খুলনায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ যখন চলছিল তখন দলটির মহানগরের একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার বিকালে নগরীর বৈকালী এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানান খালিশপুর থানার ওসি শেখ মনীর উল গিয়াস। তিনি বলেন, বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে তা শনাক্ত করা যায়নি। বিষয়টির তদন্ত চলছে। খবর বিডিনিউজের।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পর সেখানকার আসবাবপত্র, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে তাতেও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে আশপাশের লোকজন নিয়ে কর্মীরা সেই আগুন নেভায়। বিএনপির কার্যালয়ের বিপরীতে আওয়ামী লীগেরও একটি ওয়ার্ড কমিটির অস্থায়ী কার্যালয় রয়েছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বৈকালী এলাকার অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে।

তবে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনায়েত আলো অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। আমাদের কোনো নেতাকর্মী এটা করেনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বিকালে খুলনায় গণসমাবেশ হয় বিএনপির। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল খুলনা নগরীতে।

পূর্ববর্তী নিবন্ধবাসদের সমাবেশ ও মিছিল
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করার দাবি