বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচে হারের পর দুর্দান্তভাবেই ফিরেছে ঢাকা। তারপর টানা চার ম্যাচ জিতে সেই দলটিই এখন শেষ চারে। গতকাল খুলনাকে ২০ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ঢাকা। তৃতীয় দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ চার নিশ্চিত হলো ঢাকার। ঢাকার কাছে হারলেও আগেই শেষ চার নিশ্চিত হয়েছিল খুলনার। আর চট্টগ্রাম সবার আগে পৌঁছে গেছে সেখানে। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রানের বড় সংগ্রহ গড়েছিল ঢাকা। উদ্বোধনী জুটিতে সাব্বির রহমান এবং নাঈম শেখ যোগ করেন ৪১ রান। নাঈম ১৭ বলে ৫ ছয়ে ৩৬ রান করে ফিরেন। আর সাব্বির ৩৮ বলে ৫টি চার ৩টি ছয়ের সাহায্যে করেন ৫৬ রান । আল-আমিন ২৫ বলে ৪টি চার ১টি ছয়ের সাহায্যে ৩৬ রান করেছেন। আকবর শেষ দিকে মাত্র ১৪ বলে ১ চার ৪ ছয়ে ৩১ রান করেছেন। খুলনার হয়ে ৩১ রানে দুই উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। জবাব দিতে নেমে খুলনা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতে ১৫৯ রানে গুটিয়ে যায়। বড় জুটি হয়নি একটিও। ৩৬ বলে ৪টি চার ২টি ছক্কায় সর্বোচ্চ ৫৩ রান করেছেন ওপেনার জহুরুল ইসলাম। অধিনায়ক মাহমুদউল্লাহ মিডল অর্ডারে ২৬ বলে ২৩ আর তরুণ শামিম হোসেনের ৯ বলে ২৩ রান ছিল উল্লেখ করার মত। তারপরও শেষ ওভার পর্যন্ত গিয়েছিল ম্যাচটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ দিকে পেসার হাসান মাহমুদ ৯ বলে করেছেন ২৩ রান। ঢাকার হয়ে অপরিচিত স্পিনার রবিউল ইসলাম রবি ৩.৩ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন ও মুক্তার আলি।