পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর ছোট ভাই এবিএম সোহেল চৌধুরীর খুনিদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রমজানে যখন মানুষ সৃষ্টিকর্তার ইবাদত নিয়ে ব্যস্ত, তখন একদল দুর্বৃত্ত কাশিয়াইশের জনপ্রিয় ও প্রতিনিধিত্বশীল তরুণ সোহেল চৌধুরীর ওপর হামলে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করে। মূলত গত ইউপি নির্বাচনের কাশিয়াইশ থেকে বিএনপির পরাজিত প্রার্থী মো. কায়েসের প্রত্যক্ষ ইন্ধনে সোহেল চৌধুরীকে খুন করা হয়। কায়েস বিভিন্ন এলাকায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রাখতো। এই উত্তপ্ত পরিস্থিতির জেরে ২২ এপ্রিল কায়েসের লোক শরীফ সোহেল চৌধুরীকে খুন করে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এমন বর্বর ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা চাই, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নিহত এবিএম সোহেল চৌধুরীর বড় ভাই এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি ইলিয়াছ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পটিয়া ৭ নম্বর জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, মানবধিকার কর্মী রাজধন, রবিউল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।