ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক প্রীতি সম্মিলন ও মেজবান। অনুষ্ঠানে ৪ জন মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীকে নগদ ২০ হাজার টাকা করে শিক্ষাবিদ মৌ. ছৈয়দ আহমদ মেধাবৃত্তি ২০২২ প্রদান করা হয়। এছাড়া আরো ৫ শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হয়।
গত শনিবার নাসিরাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে চকরিয়া উপজেলার খুটাখালী থেকে পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রামে বসাবাসরত বাসিন্দারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, ভোজ উৎসব ও সাংস্কৃতিক আয়োজন। উন্মোচন করা হয় ‘লালগোলা’ শিরোনামে ম্যাগাজিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক মো. রিহাবুল আলম ও কায়সারুল ইসলাম কায়েস। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আনম সিরাজুল ইসলাম, ক্রীড়াবিদ মো. ছলিম, মোহাম্মদ শাহাব উদ্দীন, ড. জিয়াউল হক জিয়া, কবি আনম রফিকুর রশিদ, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দীন, কাজী মোর্শেদ নেওয়াজ ডিকু, ডা. মুহাম্দ ইউনুচ, ডা. আমম রেজাউল করিম মনছুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।