খিড়কির দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা

| মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

খিড়কি সংগঠনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী, অভিষেক ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান সংগঠনের সভাপতি এফ এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে গত ৩০ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়ল ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, রিয়াজ ওয়ায়েজ, আকতার শরীফ, এম এ মুছা বাবলু, রবি চৌধুরী, কল্যাণী ঘোষ, জসীমউদ্দিন চৌধুরী, পলি শারমিন ও আবদুল মান্নান কাওয়াল। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক রাজীব ধর, রূপায়ন বড়ুয়া কাজল, বাবুল হক, মো. হারুন, বাবুল ভান্ডারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিষধর সাপের দংশনে কিশোরীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের নতুন জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিন