খায়রুজ্জামানের প্রত্যর্পণে মালয়েশিয়ার আদালতের স্থগিতাদেশ

‘আইনি লড়াই মালয়েশিয়া সরকারই করবে’

| বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশের সাবেক হাই কমিশনার, জেল হত্যা মামলার সন্দেহভাজন এম খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। খবর বিডিনিউজের।
খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমানের আইনজীবীর করা আবেদনে কুয়ালা লামপুরের মালয়েশিয়ার হাই কোর্ট গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয় বলে দশটির সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে। ফ্রি মালয়েশিয়া টুডে তাদের প্রতিবেদনে লিখেছে, খায়রুজ্জামানের আইনজীবী আদালতে যে ‘হেবিয়াস করপাস রিট’ করেছেন, সে বিষয়ে শুনানির জন্য ২০ মে পরবর্তী তারিখ রেখেছেন বিচারক মোহাম্মদ জাইনি মাজলান। কাউকে ‘বেআইনিভাবে’ আটক করার অভিযোগ উঠলে তাকে আদালতের সামনে হাজির করার জন্য এ ধরনের রিট মামলা হয়।
আইনজীবীরা আদালতে যুক্তি দেন, খায়রুজ্জামান মালয়েশিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী ছিলেন। তার নামে ইউএনএইচসিআরের কার্ডও ছিল। তিনি অভিবাসন আইন ‘ভঙ্গ করেননি’, ফলে তাকে আটকে রাখা ‘বেআইনি’।
এদিকে এম খায়রুজ্জামানকে ফেরত পাঠাতে মালয়েশিয়ার সরকারই সেদেশের আদালতে আইনি লড়াই করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খায়রুজ্জামানকে ফেরত পাঠানোর ওপর কুয়ালা লামপুর হাই কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর গতকাল সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সব দেশের সরকার সে দেশের আদালতকে সম্মান করে; বাংলাদেশও সেই মানসিকতা ধারণ করে। এক্ষেত্রে মালয়েশিয়া সরকারই এটাতে ফাইট করবে। এই কেইসে মালয়েশিয়া সরকারের সাকসেসফুলি উইন করার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার অবশ্যই সেটা করবে।
এক যুগেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করে আসা অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামানের বিরুদ্ধে ১৯৭৫ সালে কারাগারে চার জাতীয় নেতাকে জেল হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধমুর্তজাসহ গ্রেপ্তার ৪ দুইজন রিমান্ডে