লোহাগাড়ার পদুয়ায় মেঘনাথ দে (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া আনন্দ পাড়ায় হাঙ্গর খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেঘনাথ একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পদুয়া বাড়ই পাড়ার মৃত অনঙ্গ মোহন দের পুত্র ও ৪ সন্তানের জনক।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাঙ্গর খালের পাড়ে বাঁশ ঝাঁড়ে এক বৃদ্ধের লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। লাশের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে তপন দাশ জানান, তিনি বান্দরবানে বসবাস করেন। বাবা অনেকদিন তার বাসায় ছিলেন। কয়েকদিন আগে পদুয়ায় নিজ বাড়িতে আসেন। গত রোববার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। মুখে পচন ধরেছে। লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। ময়না তদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।