খালেদার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের চিঠি

আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আবারও বাড়ানো এবং বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এ সংক্রান্ত আবেদনপত্র হস্তান্তর করেছেন।
এ বিষয়ে পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদনটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের ২৫ মার্চ ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে সাজা স্থগিত করে মুক্তি দেয় সরকার। পরে দ্বিতীয় দফায় তার সাজার স্থগিতাদেশ আরও ছয় মাস বাড়ানো হয়।

পূর্ববর্তী নিবন্ধশিল্পখাতে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে
পরবর্তী নিবন্ধচলতি মাসেই ২৪ ঘণ্টা পানি সরবরাহ করবে ওয়াসা