সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আরও অনেকের মত শোক জানিয়েছেন চলচ্চিত্র, নাটকের অভিনয়শিল্পী ও নির্মাতারা। শোক জানিয়েছেন গানের শিল্পীরাও। খবর বিডিনিউজের।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী খালেদা জিয়া পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার। তার মৃত্যুতে ফেসবুক যেন শোকবই।
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অভিনেত্রী জয়া আহসানের কথায়, তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য। জয়া বলেন, বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন।
শোক প্রকাশ করে নগরবাউল জেমস ফেসবুকে লেখেন, শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। শোক জানিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একটি যুগের অবসান বলে মন্তব্য করেছেন। ব্যান্ড মাইলসের গায়ক হামিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া সততা, দেশপ্রেম এবং সংকল্পে সবচেয়ে উঁচুতে ছিলেন। খালেদা জিয়ার পুরনো একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো।
এদিকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবং আশনা হাবিব ভাবনাও খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবময় স্মৃতি স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইল। এছাড়া অভিনেতা আরশ খান, পিয়া জান্নাতুলসহ আরও অনেকেই শোক জানিয়েছেন।











