খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রকামী জাতির জন্য অপূরণীয় ক্ষতি

নগর স্বেচ্ছাসেবক দলের শোকসভায় সাঈদ আল নোমান

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চট্টগ্রাম১০ হালিশহর, পাহাড়তলী, খুলশী, পাঁচলাইশডবলমুরিং (আংশিক) স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত চট্টগ্রাম ১০আসনের ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এ দেশের স্বাধীনতাপরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী, যিনি স্বৈরাচারের দমনপীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছেন। সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, আমরা গণতন্ত্রের মাকে হারিয়েছি, জাতি অভিভাবককে হারিয়েছে। কিন্তু তাঁর আদর্শ হারায়নি। শোক সভার সঞ্চালক মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, শোককে শক্তিতে পরিণত করে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, মহসিন কবির আপেল, দিদার হোসেন প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার কাছে আলেম ওলামারা ছিলেন শ্রদ্ধার পাত্র
পরবর্তী নিবন্ধসাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ছিল মাস্টারদা সূর্যসেনের স্বপ্ন