বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ–সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাপকো সেন্টার সংলগ্ন জামে মসজিদে আনোয়ারা উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাক। এতে বিশেষ অতিথি চিলেন মোঃ শাহজাহান, আব্দুর রহিম, মোঃ জামাল, মোঃ হানিফ, মোঃ হাসান, মোহাম্মদ জয়নাল, হামিদুল ইসলাম হিরো, আরিফুল ইসলাম রনি, শাহীন শাহ, মামুন তালুকদার, মোঃ ফারুক, মোঃ জিকু, মোঃ সোহেল, মোঃ রাসেল, মোহাম্মদ দিদার, মোঃ পারভেজ প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তারেক রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মী, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের জন্য বিশেষভাবে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










