করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান। গতকাল সোমবার বিকালে গুলশানের বাসা ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী এ কথা জানান।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত বলব যে, উনার অবস্থা খুবই স্থিতিশীল। আজকে পর্যন্ত উনি যথেষ্ট ভালো আছেন। আমরা আশা করছি, যদি এভাবে আরও এক সপ্তাহ পার হওয়া যায়, তাহলে ইনশাল্লাহ আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাব। এর আগে বিকালে বিএনপি প্রধানের শারীরিক অবস্থা পর্যালোচনা করতে ফিরোজায় তার ব্যক্তিগত মেডিকেল বোর্ডের বৈঠক হয় এফএম সিদ্দিকীর নেতৃত্বে।
এক প্রশ্নে এফএম সিদ্দিকী বলেন, মেডিকেল বোর্ডে আমাদের অনেক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আমাদের সাথে বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে, ইউকে যে উনার ছেলে ও ছেলের ওয়াইফ আছেন… ডা. জোবাইদা রহমান, ঢাকা মেডিকেল কলেজে আমার স্টুডেন্ট ছিল, উনিও সব সময় মোটিভেট করছেন। আমরা একটা টিমওয়ার্ক হিসেবে আলোচনা করে উনার চিকিৎসা করছি। কোথাও কোনো গ্যাপ বা কোনো রকমের সন্দেহের কিছু অবকাশ নেই, বলেন তিনি।
৭৫ বছর বয়েসী খালেদা জিয়ার স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, এখন পর্যন্ত উনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে বলে মনে হচ্ছে।