খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠান

বিক্ষোভ সমাবেশে ডা. শাহাদাত

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বয়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের গড়িমসি এ দেশের জনগণ সহ্য করবে না। দেশনেত্রীকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠান, অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা করবে না। তিনি গতকাল রবিবার নসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ.এম. নাজিম উদ্দিন বলেন, বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসন ও নিপীড়ণ ব্যাপক আকার ধারণ করেছে। বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স ম জামাল, শামসুল আলম, ইদ্রীস মিয়া, তাহের আহাম্মদ, মমতাজ মিয়া, শাহেনেওয়াজ চৌধুরী, শফিকুর রহমান মজুমদার, মোতালেব চৌধুরী, মো. নাছির, ডা. মহসিন, নবাব খান, আবু বক্কর, এয়াকুব খান, মো. ছিদ্দিক, আবুল কালাম, মো. হারুন, হাসিবুর রহমান বিপ্লব, আলতাফ হোসেন, অপু সিংহ, ডলি চৌধুরী, নার্গিস আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেনে নাতে রসুল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধনাটাব চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটির নির্বাচন