খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন

মহানগর বিএনপির দোয়া মাহফিলে শাহাদাত

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, সরকারের প্রতিবন্ধকতার জন্য খালেদা জিয়ার জীবনের ওপর যদি কোনও হুমকি আসে, তার জীবন যদি বিপন্ন হয়, তবে রেড অ্যালার্ট জারি করেও সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। জনগণ জেগে উঠেছে। সব রাজনৈতিক ও সামাজিক শক্তি খালেদা জিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। সরকারকে সতর্ক করতে চাই, বিপদ এড়ানোর জন্য বেগম খালেদা জিয়াকে এখনই মুক্তি দেওয়া হোক। আজই তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। গতকাল শুক্রবার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, খালেদা জিয়ার বয়স ৭৫ বছরের বেশি। সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। গণতন্ত্রকে তারা পুরোপুরি নির্বাসনে পাঠিয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সরকার আইনের দোহাই দিয়ে দেশনেত্রীকে বিদেশে যেতে দিচ্ছে না। কিন্তু আইনের ধারাতে স্পষ্টভাবে বলা আছে, সরকার যখনই যাকে চায়, তাকেই বিদেশে প্রেরণ করতে পারবে। চিকিৎসার অভাবে যদি খালেদা জিয়ার কোন অঘটন ঘটে তাহলে এই সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, অ্যাড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, হারুন জামান, মাহবুব আলম, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, মন্‌জুর রহমান চৌধুরী, মো. আজম, মো. সালাউদ্দিন, মোশারফ হোসেন, বাবুল হক, মো. সেকান্দর, হানিফ সওদাগর, সরফরাজ কাদের রাসেল, এম আই চৌধুরী মামুন, জাকির হোসেন, জাহিদ হাসান, বাদশা মিয়া, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কিশোরের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসাঙ্গু নদীতে নিখোঁজ ছালেহ আহমদের লাশ ৩ দিন পর উদ্ধার