খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করলেন হেফাজত আমির

ফটিকছড়িতে বিশেষ দোয়া মাহফিল

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জানিয়ে বিশেষ দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্‌ মুহিবুল্লাহ্‌ বাবুনগরী। গতকাল শুক্রবার বিকেলে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত সংক্ষিপ্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি বলেন, হেফাজতে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আরো আগেই বলেছিলেন তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে আসেন। তিনি দেশে ফিরলে সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। আমাদের দলের চেয়ারম্যান দেশে ফেরাতে তিনি শুকরিয়া জানিয়ে বিশেষ দোয়া করেছেন।

এসময় আরো ছিলেনসরোয়ার হোসেন, মোবারক হোসেন কাঞ্চন, এইচ এম নাছির উদ্দীন, আবু আজম তালুকদার, নাছির উদ্দীন চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী, মনছুর আলম চৌধুরী, সারোয়ার হাসান, সিরাজুদ্দৌলাহ্‌ চৌধুরী দুলাল, নুরুল আলম, আকতার হোসেন মোরশেদ, জিয়াউল হাসনাত ফরহাত, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক, সাইফুল হায়দার রাসেল, আরাফাত তুষার, মহিন উদ্দিন, অহিদুল আলম, মো. এমদাদ ও আবু বক্কর চৌধুরী মহিন।

পূর্ববর্তী নিবন্ধকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন
পরবর্তী নিবন্ধমহেশখালীর বিভিন্ন স্পটে হাজারো পর্যটক