খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসল পেসমেকার

| সোমবার , ২৪ জুন, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে ‘স্থায়ী পেস মেকার’ বসানো হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিকাল ৪টায় ম্যাডামের হার্টে পারমানেন্ট পেস মেকার বসানো হয়েছে। পরবর্তী আগামী ৭২ ঘণ্টার জন্য উনাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। খবর বিডিনিউজের।

পেসমেকার হল হৃদস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃদপেশিতে পাঠায় এবং হৃদপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার স্থাপনে কাজ করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তার টিমের অন্য চিকিৎসকরা হলেন আতাহার আলী খান, শামস মনোয়ার, রেজা, লুৎফুল আজিজ, জাফর ইকবাল, নিয়াজ।

হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল কয়েক দফা বৈঠকের পর পেস মেকার বসানোর সিদ্ধান্ত নেয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাশির সিরাপে নেশা দ্রব্য মিশিয়ে সেবন, দুই তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে এল নেতৃত্বের দ্বন্দ্ব