খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার উত্তর সাতকানিয়া কালিয়াইশ পাটানি পুল মসজিদে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজিব জাফর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইলিয়াস বাবুল, লোকমান হাকিম, নাজিমুদ্দিন চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাহেদসহ বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। পরে অসহায় ও দিনমজুরদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজাখালী মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভা
পরবর্তী নিবন্ধরমজানে অসহায় ও গরিবদের পাশে দাঁড়াতে হবে