সাতকানিয়া উপজেলার পূর্ব ছদাহ পারকূলের বিশিষ্ট হাফেজ নুরুল ইসলামের স্ত্রী খালেদা আকতার (৫১) গত ২১ জুলাই রাত ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরদিন সকালে নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। খালেদা আকতারের ইন্তেকালে সাংবাদিক কামরুল হুদা, রাজনীতিবিদ মো. সোলায়মান, সমাজসেবক হাসান মাসুদ ও ওমর ফারুক শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












