হরদিপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে যখন ভারত–কানাডা সম্পর্কে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখন কানাডায় খালিস্তান আন্দোলনের আরেক নেতা খুন হলেন। খুন হওয়া নেতার নাম সুখদুল সিং। এনডিটিভি বলছে, সুখদুল সিং সুখা দুনেকে নামেও পরিচিত। অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। সন্ত্রাসবিরোধী সংস্থা এএনআইয়ের তালিকায় তার নাম রয়েছে। ভারত সরকার কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পদক্ষেপের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে কানাডার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। বিএলএস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কানাডার ওয়েবসাইটে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।
সেখানে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত নির্দেশনা জারি থাকবে। হরদীপ সিং নিজ্জার নামে এক খালিস্তানি নেতাকে কানাডায় গুলি করে হত্যার ঘটনায় ভারতের সঙ্গে দেশটির উত্তেজনার পারদ যখন চড়তে শুরু করে, তখনই এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত। ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে সেবা স্থগিতের বিষয়টি জানিয়েছে। সরকারি সূত্রের দাবি, সুখদুল সিং আন্তঃগ্যাং দ্বন্দ্বে বুধবার খুন হন। নয়াদিল্লিতে পৌঁছানো রিপোর্ট থেকে জানা যায়, তাকে কানাডার উইনিপেগে হত্যা করা হয়। এনআইএর মতে, সুখাকে কানাডা–ভিত্তিক গ্যাংস্টার আরশদিপ ডাল্লার খুব কাছের বলে মনে করা হতো, যিনি গ্যাংস্টার গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন। দুনেকে খুনের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে পোস্ট করে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সুখদুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। গেল জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হন খালিস্তান আন্দোলনের নেতা হরদিপ সিং নিজ্জার। ওই খুনের সঙ্গে সুখদুলের খুনের মিল রয়েছে।