সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সহায়তায় নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। গতকাল বুধবার সকালে এলাকার চিকন খাল ও কেবি আমান আলী রোড এমদাদ চেয়ারম্যানের বাড়ির সামনে নালার মাটি উত্তোলন করা হয়। পাশাপাশি ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের মোস্তাফা বাগ আবাসিকের রাস্তার পাশে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক বোর্ড অফিসের কাছাকাছি খালের মাটি উত্তোলন ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
খালটি ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড থেকে প্রবাহিত হয়ে ১৭ নং পশ্চিম বাকলিয়ার মাঝের খালে গিয়ে পতিত হয়েছে। স্কেভেটরের সাহায্যে কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের খালের ময়লা আবর্জনা পরিষ্কার ও মাটি উত্তোলন কাজ তদারককালে কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বলেন, খাল-নালা হলো পানি চলাচলের পথ। অথচ ময়লা আবর্জনা, প্লাস্টিক দ্রব্য, পলিথিন ও গৃহস্থালি আবর্জনা খাল-নালায় ফেলার কারণে এগুলো এখন ভাগাড়ে পরিণত হয়েছে। তাই এলাকাবাসীর প্রতি অনুরোধ, জনস্বার্থে আপনারা খাল-নালায় ময়লা আবর্জনা ফেলবেন না। এলাকাবাসীর নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। প্রেস বিজ্ঞপ্তি।