নগরীর মোহরা ওয়ার্ডের কাজীর হাট বাজারে খাল দখল করে গড়ে তোলা ‘কাচ্চি ঘর’ নামে একটি রেস্টুরেন্ট তালা মেরে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইদিন বহাদ্দারহাট মোড় থেকে কামাল বাজার পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানো এবং দোকানের সামনে ময়লা–আবর্জনা স্তূপ করে রাখায় ১২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরীন ফেরদৌস।
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, খাল দখল করে কাচ্চি ঘর নির্মাণ করা হয়েছে। এটির বেশ কিছু অংশ আমরা ভেঙে দিয়েছি। বাকি অংশ রেস্টুরেন্ট মালিককে সরিয়ে নিতে সময় দিয়ে আমরা তালা মেরে দিয়েছি।