খামারে আগুন পুড়ল ১৮ গরু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একটি ডেইরি ফার্মে (গরুর খামার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে ১৮টি গরু মারা গেছে এবং দগ্ধ হয়েছে আরও ১টি গরু। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতির মালিকানাধীন এই খামারটিতে সন্ধ্যার দিকে আগুন লাগে। আগুনে খামারটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে খামারে থাকা ১৮টি পুড়ে মারা গেছে। একটি গরু আহত হলে সেটিও জবাই করে দেয়া হয়।
সমিতিটির অন্যতম সদস্য জামাল উদ্দিন জানান, তারা এলাকার ২০ জন যুবক মিলে এই সমিতি গঠন করে খামারটি গড়ে তুলেছেন। হঠাৎ আগুনে তাদের দীর্ঘদিনের সব পরিশ্রম শেষ হয়ে গেছে। পুড়ে যাওয়া গরুর মধ্যে ৬টি বাছুর ছিল এবং বাকী গরুগুলো প্রতিটি গড়ে ২ লাখ টাকা দামের হবে। সবমিলিয়ে তাদের প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। আগুনে একটি ৭০ ফুট লম্বা ও ৩০ ফুট প্রস্থের একটি গরুর খামার পুড়ে গিয়ে খামারের ১৮টি গরু পুড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা
পরবর্তী নিবন্ধসাফজয়ী মেয়েদের জন্য সেনাবাহিনীর কোটি টাকা পুরস্কার