হাটহাজারীতে অগ্নিকাণ্ডে একটি মুরগির খামারে চার হাজারের অধিক মুরগি জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। গত রবিবার দিবাগত রাতে উপজেলার নন্দীরহাটের পশ্চিমে মাহমুদাবাদ উত্তর পাড়া সড়ক সংলগ্ন এলাকার অফিজা মুরগির খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত খামারি নুরুল কবির ও ইনচার্জ মেহেদী হাসান জানান, গত রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ওই খামারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। খামারের মালিক ও স্থানীয়রা আগুন নিযন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। কিন্ত ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এই খামারে ৪১৫০টি (২৫ দিন বয়সী) মুরগীসহ ২৫ বস্তা পোল্ট্রি ফিড পুড়ে ছাই হয়ে গেছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।