খাবারের সন্ধানে লোকালয়ে বন্যপ্রাণী, আতংক

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

রাউজানের পাহাড় সংলগ্ন এলাকায় মানুষ বন্যপ্রাণির আতংকে রয়েছে। প্রায় প্রতিদিন বনের জীবজন্তু লোকালয়ে আসছে খাবারের সন্ধানে। এসব জীবজন্তুর কারণে পাড়া গ্রামের মানুষ গৃহপালিত পশু পাখি ও ফসল নিয়ে শঙ্কায় রয়েছে। উপজেলার কদলপুর, ডাবুয়া, পাহাড়তলী, হলদিয়া ইউনিয়নের মানুষের মাঝে এমন আতংক প্রতিদিনের। এছাড়া বন্যপ্রাণির আতংক রয়েছে পূর্ব রাউজান ও জঙ্গল রাউজানের মানুষের মাঝেও।

খবর নিয়ে জানা যায়, গত কয়েক বছর ধরে পাহাড়ের বানর, অজগর সাপ ও বন বিড়াল, বাঘডাশসহ বিভিন্ন প্রজাতির প্রাণি রাতে পাহাড় থেকে নেমে এসে মানুষের বাড়ি ঘরের গৃহপালিত পশু পাখি মেরে খাচ্ছে। ঝাঁকে ঝাঁকে বানর এসে ক্ষেত খামারের ফলমূল খেয়ে যাচ্ছে। মুরগির খামারীরা বন্য প্রাণি থেকে মুরগি রক্ষায় নানা কৌশল নিয়েছেন।

জানা যায়, গত এক মাসে আলোচিত এলাকাসমূহ থেকে ছয়টি ছোট বড় অজগর সাপ ধরা পড়েছে। বেশির ভাগ অজগর ধরা হয়েছে মানুষের বাড়ি ঘর থেকে। এলাকার সচেতন মহলের মতে, পাহাড়ের বনজঙ্গল উজাড় হয়ে পড়ায় বন্যপ্রাণি আশ্রয়হীন হয়ে পড়েছে। পাহাড়ি ফলমূল ও খাদ্য না পেয়ে এসব প্রাণি লোকালয়ে নেমে আসছে। তাদের আশংকা সামনের শীতের মৌসুমে লোকালয়ে বন্যপ্রাণির উৎপাত আরো বেড়ে যেতে পারে।

রাউজান বন কর্মকর্তা (ঢালা বিট কাম চেক স্টেশন অফিসার) পল্লব কুমার সাহা বলেছেন, বন উজাড় হয়ে যাওয়ায় বন্যপ্রাণি খাদ্য সংকটে ভোগছে। এসব প্রাণি এখন নিরুপায় হয়ে লোকালয়ে নেমে আসছে।

পূর্ববর্তী নিবন্ধসুদসহ ২০০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা
পরবর্তী নিবন্ধডায়াবেটিসের নতুন ওষুধ ওজন কমানোর জন্য ওজেম্পিকের চেয়ে ভালো