চন্দনাইশের খানদীঘি হাইস্কুলে জেলা পরিষদের অর্থায়নে ২টি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। গতকাল চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু শ্রেণিকক্ষ উদ্বোধন করেন। তিনি বলেন, খানদীঘি হাইস্কুলের শিক্ষার মান ও সুষ্ঠু ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। শত প্রতিকূলতার মাঝেও এই স্কুল এগিয়ে চলেছে। জেলা পরিষদের সহায়তায় ও বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে যা পরিচালনা পর্ষদের আন্তরিক উদ্যোগে সম্ভব হয়েছে। তিনি বিদ্যালয়ের জন্য চারতলা একটি ভবন বরাদ্দ দেয়ায় সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। এতে সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন নজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন চামুদরিয়া হাইস্কুল পরিচালনা পর্ষদ সভাপতি আবদুর রহিম চৌধুরী, খানদীঘি হাইস্কুল পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন ও দোহাজারী হাই স্কুল পরিচালনা পর্ষদ সদস্য নবাব আলী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন পর্ষদ সদস্য মোঃ নুরুল আমিন। বক্তব্য রাখেন প্রফুল্ল চন্দ্র নাথ, প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ প্রমুখ। কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন শিবলী। বিকাশ চন্দ্র দে এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সদস্য প্রফুল্ল চন্দ্র নাথ, বাবুল চন্দ্র নাথ বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী, অলি আহমদ সওদাগর, নুরুল ইসলাম সাবেক ছাত্র কুতুব উদ্দীন, সাহাব উদ্দীন, বদিউল আলম। স্থানীয় আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দীন, যুবলীগ নেতা তমিজ উদ্দীন, জমির উদ্দীন সোহেল, আব্বাস উদ্দীন সুপন, মোঃ ইদ্রিছ চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আরমান, মোঃ আলমগীর, আবির হাসান শাহরুক, মোঃ ফয়সাল উদ্দীন, মোঃ ফাহিম ও রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।