বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় খানখানাবাদ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের প্রেমাশিয়া এলাকার আইজ্জিল্লাবাপের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা সর্বত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মো. আলমগীর, আরফাতুল,শাহনুর, শাহাব উদ্দীন, ফজল হক, শাহীন, সিয়াম ও আব্দুল গফুরের
ঘরের প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় । বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয় জনগনর। বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নুরুল বাশার বলেন,আমরা খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর
ঘটনাস্থলে যাও্য়ার জন্য বের হলে গুনাগরি পর্যন্ত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসায় আমরা ফিরে আসি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার বলেন, আমার এলাকার সংগঠিত অগ্নিকান্ডে ঘটনাস্থল পরিদর্শন করি ,এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করি।এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বরাবরে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।