হযরত খাজা গরীবে নেওয়াজের (রহ.) বার্ষিক ওরশ শরীফ খানকায়ে চিশতীয়া আলীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্্সূফী মাওলানা শহীদ উল্লাহ চিশতীর সভাপতিত্বে বায়েজীদ বোস্তামী আরেফীন নগরস্থ নিলগিরী আবাসিক এলাকায় মুঈনিয়া চিশতীয়া মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। মাহফিলে খাজা গরীবে নেওয়াজের (রহ.) জীবনী আলোচনা করেন মাওলানা মোহাম্মদ রফিক উল্লাহ হামিদী, মাওলানা কাজী মিজানুর রহমান কুতুবী, মো. মুজিব উল্লাহ তুষার, মাওলানা মো. রবিউল ইসলাম, মাওলানা মোহাম্মদ আমান উল্লাহ চিশতী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ আরাফাত প্রমুখ। বক্তারা বলেন, পাক-ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে হযরত খাজা গরীবে নেওয়াজ মুঈনউদ্দিন চিশতী আজমিরী (রহ.) অবদান সবচেয়ে বেশি। দ্বিতীয় পর্বে মিলাদ, নাতে শেয়ার কালাম পাঠ করেন হাফেজ আব্দুস শাকুর, মাওলানা নুরুল কাদের। আখেরি মুনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। সবশেষ তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।