খাদ্যের সন্ধানে এসে ধানকাটার মেশিনে অজগরের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

খাদ্যের সন্ধানে এসে হাটহাজারীতে ধানকাটার মেসিনের আঘাতে এক অজগর সাপ মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামে।
জানা যায়, বর্তমানে ইরি-বোরো ধান কাটার ভর মৌসুম চলছে। মেসিনের মাধ্যমে কম সময়ে ধানকাটা, রোপা লাগানো জমির আগাছা পরিষ্কার করা হচ্ছে। এতে কম সময়ে অধিক কাজ করা যায়। এতে শ্রমিকের মজুরিও কমে গেছে। সরকার যান্ত্রিক চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে ভুর্তকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। গত সোমবার বালুখালী গ্রামে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধানকাটার সময় একটি অজগর মেসিনের আঘাতে মারা যায়। ইদানিং খাবারের সন্ধানে অজগর সহ বিভিন্ন প্রাণী বনজঙ্গল থেকে লোকালয় নেমে আসছে। মারা যাওয়া অজগরটি হয়তো খাদ্যের সন্ধানে এসেছিল। আর এতেই বিপত্তি ঘটে। ধানকাটার মেসিন চালকের অগোচরে সাপটি মেসিনের ভেতর পড়ে আঘাতে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক না পরায় ৮ পথচারীকে জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিসেবা নিশ্চিত করতে হবে : মেয়র