খাদ্যের দামে কমলো মূল্যস্ফীতি

| বুধবার , ৯ জুন, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

খাদ্য পণ্যের দাম কমে আসায় গেল মে মাসে দেশের সাধারণ মুল্যস্ফীতি আরও কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে সাধারণ মূল্যস্ফীতি কমে ৫ দশমিক ২৬ শতাংশে নেমেছে বলে গতকাল মঙ্গলবার বিবিএসের তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গত বছর মে মাসে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫৬ শতাংশ ছিল। আর পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯৬ শতাংশ। খবর বিডিনিউজের।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, মে মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, আগের বছরের মে মাসে এ হার ছিল ৫ দশমিক ০৯ শতাংশ।
তবে খাদ্য বহির্ভূত উপখাতের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মে মাসে খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ, আগের বছরের মে মাসে এ হার ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।
মূল্যস্ফীতি কমার ব্যাখ্যা দিয়ে বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম বলেন, গত মাসে বিশেষ করে খাদ্য উপখাতের পণ্যের দাম কিছুটা কমে আসায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে। বিশেষ করে চালের দাম আগের বছরের একই মাসের তুলনায় কমে আসায় মূল্যস্ফীতি কমেছে। চাল ছাড়াও দেশীয় চাষে উৎপাদিত বেশ কিছু মাছের দাম কমে আসায় খাদ্য উপখাতের মূল্যস্ফীতি কমেছে।

পূর্ববর্তী নিবন্ধনালায় বাজারের বর্জ্য জলাবদ্ধতায় দুর্ভোগ
পরবর্তী নিবন্ধরাস্তায় প্রসব বেদনায় কাতর নারী ।। হাসপাতালে নিল পুলিশ