নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় বাদশা (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল রোববার দুপুরে কোতোয়ালী এলাকা থেকে তাকে আটক করা হয়। কোর্ট বিল্ডিং এলাকা থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমের স্বর্ণের চেইন ছিনতাই করে পালাচ্ছিল ওই ছিনতাইকারী। ধৃত বাদশার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। দুদিন আগে সে চট্টগ্রাম শহরে এসেছিল।
ছিনতাইয়ের শিকার মনোয়ারা বেগম জানান, নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ডিসি অফিসে বৈঠক ছিল। বৈঠক শেষ করে কর্ণফুলী যাওয়ার পথে কোতোয়ালী থানা এলাকায় লেগুনাতে ওঠার পর তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা ছিনতাইকারীকে ধরে ফেলে। তবে ধরার আগেই ছিনতাই চক্রের অন্যদের কাছে চেইনটি দিয়ে দেয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আটক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বিষয়টি স্বীকার করে। আইনগত ব্যবস্থার জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।